উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে সরকার। অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতার ক্ষেত্রে প্রতি লিটার ৯৩.৫৭ টাকা থেকে বাড়িয়ে ৯৮.২ টাকা করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি ক্রেতার থেকে প্রতি লিটার ০.৬০৬৬ ডলার থেকে বাড়িয়ে ০.৬৪০১ ডলার নির্ধারণ করা হয়েছে।
জেট ফুয়েলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। নতুন দরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি স্থগিতের দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠনটি।